স্কাউটিং ফর লাইফ!

একজন ছাত্রকে একজন দেশপ্রেমিক তথা একজন ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে স্কাউটিং যে কত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে তা সহজেই বুঝা যায় স্কাউটের প্রতিজ্ঞা, মূলমন্ত্র ও আইনের দিকে নজর দিলে।

স্কাউট আইন, প্রতিজ্ঞা ও মটোঃ

(ক) কাব স্কাউট প্রতিজ্ঞা(৬-১১ বছর বয়সী কাবদের জন্য)ঃ

আমি প্রতিজ্ঞা করছি যে,
*আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে
*প্রতিদিন কারো না কারো উপকার করতে

  • কাব স্কাউট আইন মেনে চলতে

আমি আমার যথাসাধ্য চেষ্টা করব।

​কাব স্কাউট আইনঃ
১। বড়দের কথা মেনে চলা।
২। নিজেদের খেয়ালে কিছু না করা।

কাব স্কাউট মটোঃ “যথাসাধ্য চেষ্টা করা”

(খ) স্কাউট প্রতিজ্ঞা(স্কাউট, রোভার ও এডাল্ট লিডারদের জন্য)ঃ

আমি আমার আত্মমর্যাদার উপ নির্ভর করে প্রতিজ্ঞা করছি যে,
*আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে
*সর্বদা অপরকে সাহায্য করতে
*স্কাউট আইন মেনে চলতে

আমি আমার যথাসাধ্য চেষ্টা করব।

(তবে মুসলিম ব্যতীত অন্য ধর্মাবলম্বীদের জন্য আল্লাহ এর পরিবর্তে নিজ নিজ ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তা হবে)

স্কাউট (স্কাউট, রোভার স্কাউট ও এডাল্ট লিডার) আইনঃ

১. স্কাউট আত্মমর্যাদায় বিশ্বাসী
২. স্কাউট সকলের বন্ধু
৩. স্কাউট বিনয়ী ও অনুগত।
৪. স্কাউট জীবের প্রতি সদয়
৫. স্কাউট সদা প্রফুল্ল
৬. স্কাউট মিতব্যয়ী
৭. স্কাউট চিন্তা, কথা ও কাজে নির্মল

স্কাউট (স্কাউট, রোভার স্কাউট ও এডাল্ট লিডার) মটোঃ

স্কাউট মটোঃ “সদা প্রস্তুত”
রোভার স্কাউট মটোঃ “সেবা”

একজন ছাত্র/ছাত্রী তার জীবনে কেবলমাত্র যদি উপরোক্ত স্কাউট আইন ও প্রতিজ্ঞা মেনে চলতে পারে তাহলে সে অবশ্যই ভাল মানুষ হতে বাধ্য।

এবছরের জেএসসি ও জেডিসি পরীক্ষা বাতিল

করোনার কারণে এবছর কেন্দ্রীয়ভাবে জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের দৈনিক শিক্ষা ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। কয়েক দিন আগে এই পরীক্ষা বাতিলের বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের কাছে প্রস্তাব পাঠিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

জেএসসি-জেডিসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ২৫ লাখ। করোনাকালের এই পরিস্থিতিতে সরকারের আজকের সিদ্ধান্ত অনুযায়ী বিপুল এই সংখ্যক শিক্ষার্থীকে জেএসসি-জেডিসি পরীক্ষায় বসতে হচ্ছে না।

এর আগে গত মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে কেন্দ্রীয়ভাবে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষাও অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবার প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা না নেয়ার প্রস্তাবে প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেছেন। এবার স্কুলে বার্ষিক পরীক্ষা নেব।

কার্টেসীঃ দৈনিক শিক্ষা

সব শিক্ষার্থীকে স্কাউটস এর আওতায় আনা হবে

শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীকে স্কাউটসের আওতায় আনা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটাই নির্দেশনা দিয়েছেন। সব শিক্ষার্থীদের স্কাউটসের আওতায় আনতে দল গঠন করতে সহযোগিতা করতে স্কুল-কলেজগুলো এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। শনিবার (৪ জুলাই) অধিদপ্তর থেকে এ-সংক্রান্ত নির্দেশনা সব স্কুল কলেজের প্রধান এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠানো হয়।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীকে স্কাউটসের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ স্কাউটসের জাতীয় নির্বাহী কমিটি। গত ২৮ জানুয়ারি এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে জানানো হয়। এরপর গত ২৮ জুন সব শিক্ষার্থীদের স্কাউটসের আওতায় আনতে দল গঠন করতে সংশ্লিষ্টদের সহযোগিতা করার নির্দেশনা দেয়া হয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে।

মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে আঞ্চলিক উপ-পরিচালক, জেলা উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং স্কুল কলেজগুলোর প্রধানদের। গত ৪ জুলাই এ সংক্রান্ত চিঠি অধিদপ্তর থেকে স্কুল-কলেজগুলোতে এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

সূত্রঃ দৈনিক শিক্ষা (০৫ জুলাই)