একজন ছাত্রকে একজন দেশপ্রেমিক তথা একজন ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে স্কাউটিং যে কত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে তা সহজেই বুঝা যায় স্কাউটের প্রতিজ্ঞা, মূলমন্ত্র ও আইনের দিকে নজর দিলে।
স্কাউট আইন, প্রতিজ্ঞা ও মটোঃ
(ক) কাব স্কাউট প্রতিজ্ঞা(৬-১১ বছর বয়সী কাবদের জন্য)ঃ
আমি প্রতিজ্ঞা করছি যে,
*আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে
*প্রতিদিন কারো না কারো উপকার করতে
- কাব স্কাউট আইন মেনে চলতে
আমি আমার যথাসাধ্য চেষ্টা করব।
কাব স্কাউট আইনঃ
১। বড়দের কথা মেনে চলা।
২। নিজেদের খেয়ালে কিছু না করা।
কাব স্কাউট মটোঃ “যথাসাধ্য চেষ্টা করা”
(খ) স্কাউট প্রতিজ্ঞা(স্কাউট, রোভার ও এডাল্ট লিডারদের জন্য)ঃ
আমি আমার আত্মমর্যাদার উপ নির্ভর করে প্রতিজ্ঞা করছি যে,
*আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে
*সর্বদা অপরকে সাহায্য করতে
*স্কাউট আইন মেনে চলতে
আমি আমার যথাসাধ্য চেষ্টা করব।
(তবে মুসলিম ব্যতীত অন্য ধর্মাবলম্বীদের জন্য আল্লাহ এর পরিবর্তে নিজ নিজ ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তা হবে)
স্কাউট (স্কাউট, রোভার স্কাউট ও এডাল্ট লিডার) আইনঃ
১. স্কাউট আত্মমর্যাদায় বিশ্বাসী
২. স্কাউট সকলের বন্ধু
৩. স্কাউট বিনয়ী ও অনুগত।
৪. স্কাউট জীবের প্রতি সদয়
৫. স্কাউট সদা প্রফুল্ল
৬. স্কাউট মিতব্যয়ী
৭. স্কাউট চিন্তা, কথা ও কাজে নির্মল
স্কাউট (স্কাউট, রোভার স্কাউট ও এডাল্ট লিডার) মটোঃ
স্কাউট মটোঃ “সদা প্রস্তুত”
রোভার স্কাউট মটোঃ “সেবা”
একজন ছাত্র/ছাত্রী তার জীবনে কেবলমাত্র যদি উপরোক্ত স্কাউট আইন ও প্রতিজ্ঞা মেনে চলতে পারে তাহলে সে অবশ্যই ভাল মানুষ হতে বাধ্য।
