হাজার টাকা বাড়ি ভাড়া
পাঁচশো টাকা চিকিৎসা
বেসরকারি শিক্ষকদের এক
অমানবিক কিসসা!
শিক্ষকেরা ভিক্ষা যেনো
পাচ্ছেন উৎসব ভাতা
মূল বেতনের পঁচিশ পারসেন্ট
কী শরমের কথা!
মাসের বেতন পান না তাঁরা
হলেও মাস শেষে
সংসার তাঁদের চালাতে তাই
দেয়ালে পিঠ মেশে!
অবসর,কল্যাণ নামে আবার
দশ শতাংশ কর্তন
সরকারি আর বেসরকারির
বৈষম্য খুব বেতন!
এক সিলেবাস পড়ান তবু
নেই গ্যাচ্যুইটি,পেনশন
নুন আনতে তো পান্তা ফুরায়
মানবেতর জীবন!
অর্ধেক শিক্ষক পদোন্নতির
হচ্ছে এখন বিধি(?)
বৈষম্য নিজ ঘরেই হবে
সেই আইন করে যদি!
ন্যায্য দাবি করতে পূরণ
লাগে আন্দোলন
বৈমাত্রেয় বেসরকারি
যেনো শিক্ষকগণ!
লেখকঃ বাসুদেব সরকার, শিক্ষক।
চরভৈরবী, হাইমচর, চাঁদপুর। ০১৮২১ ৫৫৩ ৫৫৩
bashudebsarker77@gmail.com
