“র‍্যাগ ডে” নীতিমালা করতে যাচ্ছে ঢাবি প্রশাসন

“র‍্যাগ ডে” বাংলাদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের এক বহুল আলোচিত বিষয়। ইউনিভার্সিটি ষ্টুডেন্টদের শিক্ষা সমাপনীতে তারা এই দিবস পালন করে থাকে। ‘র‌্যাগ ডে’ আয়োজনের জন্য নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে ঢাবি প্রশাসন। এর জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করে দিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। ঢাবি উপউপাচার্যকে (প্রশাসন) এই কমিটির আহ্বায়ক রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। দফতরের পরিচালক মাহমুদ আলম বিজ্ঞপ্তিতে সই করেছেন।

বিজ্ঞপ্তি থেকে জানা যায় র‌্যাগ ডে পালন নামে ক্যাম্পাসে ও আবাসিক হলে অমানবিক, অসৌজন্যমূলক ও শৃঙ্খলা পরিপন্থী কোনো আচরণ যাতে সংঘটিত না হয়, তার প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক নজর রাখার জন্য বলা হয়েছে। ‘শিক্ষা সমাপনী’, গ্র্যাজুয়েশন উৎসব পালনের লক্ষ্যে অনুষ্ঠান/ উৎসব/ বর্নাঢ্য র‌্যালী ইত্যাদি আয়োজনের জন্য নীতিমালা প্রণয়ন করতে হবে।

সেজন্য কমিটিও গঠন করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। কমিটিতে আহ্বায়ক প্রো ভাইস চ্যান্সেলর (প্রশাসন), কলা অনুষদ, জীববিজ্ঞান অনুষদ ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিনরা সদস্য এবং সদস্য সচিব থাকবেন প্রক্টর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *