শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি

ছাত্র-ছাত্রী ডট কম ডেক্সঃ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে স্কুল-কলেজের ছুটির ৬ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত মার্চ মাসের মাঝামাঝি থেকে বন্ধ আছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এতো দীর্ঘ ছুটি দেশের ইতিহাসে প্রথম।

সোমবার (১৫ জুন) এসব তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

তিনি জানান, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান চলমান ছুটি আগামী ৬ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্ত রবীন্দ্রনাথ রায় জানিয়েছেন, সব ধরণের প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন ৬ আগস্ট পযন্ত বন্ধ থাকবে।

জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্বশীল ব্যক্তিরা আজ পারস্পরিক আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নিয়েছেন।

গত ১৭ মার্চ থেকে করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে শিক্ষার্থীদের রক্ষায় সব স্কুল-কলেজ-মাদরাসায়, বিশ্ববিদ্যালয় এবং কারিগরি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। একই সাথে বন্ধ রয়েছে সব কোচিং সেন্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *