তোমরা আমাদের গর্ব ও অহংকার

বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব ও অহংকার। সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশের যেকোন দূর্যোগকালীন বাংলাদেশ সেনাবাহিনীর ভুমিকা প্রশংসার দাবিদার।

অতীতের ন্যায় এবারও করোনাভাইরাস সংক্রান্ত দূর্যোগ মোকাবেলায় সারাদেশে জীবনের ঝুকি নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন আমাদের সেনা সদস্যরা। রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি স্বউদ্যোগে যে যেখানে পারছেন সমাজসেবা করে যাচ্ছেন।

করোনা সমস্যার কারণে সারাদেশে লকডাউন থাকায় অনেক কৃষক পরিবহন সমস্যায় তাদের উৎপাদিত সবজি বাজারজাত করতে পারছেনা। ফলে গুনতে হচ্ছে লোকসান। এ অবস্থায় চাষিদের লোকসান ঠেকাতে সেনাপ্রধানের নির্দেশে সরাসরি চাষিদের কাছ থেকে সবজি কিনছেন যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। মঙ্গলবার (০৫ মে) সকালে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়া এলাকায় কৃষকদের কাছ থেকে পাঁচ মণ সবজি কিনেছে সেনাবাহিনী। সেনানিবাসের সৈনিকদের খাবারের জন্য এসব সবজি কেনা হয়। ন্যায্য দামে মাঠ থেকে সবজি বিক্রি করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন কৃষকরা। কৃষকদের বক্তব্য হলো, করোনার কারণে আমরা সবজি বাজারে বিক্রি করতে পারছি না। বাজারে লোকসমাগম কম। বাইরের বাজারেও সবজি নেয়া সম্ভব হচ্ছে না। সেনাসদস্যরা মাঠে এসে ন্যায্য দামে সবজি কিনেছেন। এতে একদিকে আমাদের পরিবহন খরচ বেঁচে গেল অন্যদিকে ক্ষ’তির মুখ থেকে বাঁচলাম।

নিচের ছবিতে কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় সেনা সদস্যরা নিজেদের রেশন সামগ্রী মানুষের বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন।

অন্যদিকে কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় সরকারি সহায়তা পৌঁছানোর পাশাপাশি নিজেদের রেশনের চাল, ডাল, আটা, আলু, পেঁয়াজ, তেল, লবণসহ নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রীর একটি অংশ অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের সদস্যরা। করোনার কারণে চরম বিপাকে পড়া কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের মুখে খাদ্য তুলে দিতে সেনা সদস্যরা বাড়ি বাড়ি ছুটছেন তারা। এছাড়াও বিভিন্ন এলাকায় উপস্থিত হয়ে যাদের হোম কোয়ারেন্টাইন বা আইসোলেশনে থাকার কথা তাদের বিষয়ে খোঁজখবর রাখছেন। সাধারণ মানুষকে মাইকিং করে নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বিবিধ স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানাচ্ছেন সেনা সদস্যরা। খাদ্য সহায়তার সঙ্গে কক্সবাজারের অনেক জায়গায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে সেনা চিকিৎসক, নার্সসহ সেনা সদস্যরা।

ছাত্র-ছাত্রী ডট কম পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা ও সালাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *