কোন ১৩ ব্যক্তির আমল কবুল হয়না?

অধ্যাপক নুরুজ্জামান মঞ্জুঃ

মুসলমানদের ইবাদত কবুল হওয়ার জন্য ৩টি শর্ত রয়েছে। সেগুলো হলোঃ

১। ঈমান থাকতে হবে। অর্থাৎ পরিপূর্ণ ঈমানদার হতে হবে। ঈমানে গলদ থাকলে আমল কবুল হওয়ায় সন্দেহ থাকে।
২। আমল রাসুল (সাঃ) এর সুন্নত অনুসারে হতে হবে।
৩। আমল করতে হবে ইখলাসের সাথে। অর্থাৎ কেবল আল্লাহকে খুশি করার জন্য, আবেদ, হাজী-গাজী উপাধীর জন্য করা আমল আল্লাহ কবুল করেননা।

যে ১৩ ব্যক্তির আমল কবুল হয়নাঃ
১। ইসলাম গ্রহণ করার পর যদি কেউ আবার শিরকী কর্মে ফিরে যায়। অর্থাৎ মুশরিক হয়ে যায়। তবে কেউ যদি খালেস নিয়তে তওবা করে ফিরে আসে তবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতে পারেন।
২। অপবিত্র অবস্থায় সালাত আদায় করলে তা কবুল হয়না।
৩। ইনকাম হালাল হতে হবে। হারাম ইনকাম দিয়ে দান-সদকা ও অন্যান্য ইবাদত কবুল হয়না।
৪। ঐ মহিলার নামাজ কবুল হয়না যে সালাতের সময় ঠিকমত সতর ঢাকেননা।
৫। ঐ মহিলার নামাজ নামাজ কবুল হবেনা যিনি সুগন্ধি ব্যবহার করে মসজিদে যায় এবং সে সুগন্ধ অন্যদের নাকে যায়। তবে বাসায় এসে সুগন্ধি থেকে মুক্ত হয়ে ইবাদত করলে আল্লাহ কবুল করতে পারেন।
৬। ঐ ব্যক্তি যিনি কোন মসজিদের ইমাম যাকে মুসল্লিরা অপছন্দ করে অথচ তিনি ইমামের পদটা আঁকড়ে থাকেন।
৭। ঐ মহিলা যার স্বামী তার ওপর অসন্তুষ্ট অবস্থায় একা রাত কাটায় অথচ সে নির্বিঘ্নে ঘুমায়।
৮। ঐ গোলাম বা কৃতদাস যে মালিক থেকে পালিয়ে যায়।
৯। ঐ ব্যক্তির কোন আমল কবুল হবেনা যে পবিত্র নগরী মদিনায় অশান্তি বা ফেতনা-ফাসাদ সৃষ্টি করে বেড়ায়।
১০। মা-বাবার অবাধ্য সন্তানের আমল কবুল হয়না।
১১। দান করে বা কোন উপকার করে যে খোটা দেয়।
১২। যে তকদীরে অস্বীকার করে।
১৩। ঐ শাসকের আমল কবুল হয়না যে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী বিচার-ফায়সালা না করে ভিন্ন পথ অবলম্বন করে।

আমল কবুল হওয়ার ৩টি শর্ত এবং ১৩ ব্যক্তির আমল কবুল না হওয়ার বিষয়টি রাসুল (সাঃ) এর হাদিসের আলোকে নির্ধারিত।

লেখকঃ আরবী অধ্যাপক, রাজাখালী বিইউআই ফাযিল মাদ্রাসা, পেকুয়া, কক্সবাজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *