বাংলাদেশের চিকিৎসকদের একটি সোস্যাল প্লাটফর্ম “বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন” বা বিডিএফ পেইজে দেখলাম এখন পর্যন্ত বাংলাদেশে ২৭জন ডাক্তার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর ৮৭ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। বিডিএফের প্রতিষ্ঠাতা ডাক্তার নিরুপম দাস বলেন, এত অল্প সময়ে বেশি সংখ্যক ডাক্তারের করোনা আক্রান্ত হওয়া খারাপ সংবাদ। কেননা ডাক্তাররা নিরাপদ না থাকলে চিকিৎসা প্রদান করবেন কারা। এ ব্যাপারে সরকারের যথাযথ পদক্ষেপ দাবি করেন তিনি।
তিনি আরোও বলেন, এই যে প্রায় ৮৭ জন ডাক্তারসহ স্বাস্থ্যকর্মী হোম কোয়ারেন্টিনের পথে,এটা একটা খারাপ সংবাদ। আরো খারাপ যে এতগুলো ডাক্তার কয়দিনে কতজন রুগীর গায়ে হাত দিয়েছেন সেটার কোন হদিস নেই।
ডাক্তার নিরুপম দাস মারফত জানা যায়, ঢাকা মেডিকেলের সার্জারি ইউনিট-৫ লকডাউনের প্রসেসিং চলছে,৯ জন ডাক্তারসহ ১৬ জন স্বাস্থ্যকর্মীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। পেট ব্যথার একজন রোগী তথ্য গোপন করে ভর্তি হয়েছিল,পরবর্তিতে যার করোনা টেস্ট পজিটিভ এসেছে। এ কারণে ৯ জন ডাক্তারসহ ১৬ জন স্বাস্থ্যকর্মীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
নিরুপম দাস সব ডাক্তারের জন্য সঠিক পিপিই নিশ্চিত করা এবং প্রতিটি জেলায় আলাদা করে ৪/৫ টা ওয়েল সেটআপ সহ ফিবার ক্লিনিক/ফ্লু কর্নারের ব্যবস্থা করার দাবি করেছেন। তার মতে, এটা দাবি নয়, দেশের মানুষের ভালোর জন্য এটা করা উচিত।
