ব্যাতিক্রমি বাংলা নববর্ষ, দেশের সকল ছাত্র-ছাত্রীকে শুভেচ্ছা

সায়েদ কবির, চঃবিঃ

বাঙালির পহেলা বৈশাখ মানেই পান্তা-ইলিশ, পহেলা বৈশাখ মানেই বৈশাখী মেলার আরম্ভরপূর্ণ আয়োজন। করোনা পরিস্থিতির কারণে সেসবই আজ কল্পনা । কথা ছিলো আজ বাইরে দলে দলে আনন্দোৎসবে মেতে উঠবে বাঙালি কিন্তু এবার একাকি কিংবা ঘরের সদস্যদের নিয়েই পালন করতে হচ্ছে বাংলা নববর্ষ। প্রাণঘাতি করোনোর কারণে পুরো দেশ আজ লকডাউন অবস্থা বিরাজ করছে। মরণঘাতী করোনাভাইরাসের থেকে মুক্ত থাকতে পারাটাই যেনো এসময়ের সবচেয়ে বেশী আনন্দের বিষয়।

প্রিয় ছাত্র-ছাত্রী ভাই বোনেরা ছাত্র-ছাত্রী ডট কম পরিবারের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো বৈশাখী শুভেচ্ছা।

এসো আমরা ঘরে থাকি, সামাজিক দূরত্ব বজায় রাখি। নিজে নিরাপদ থাকি এবং অন্যকে সচেতন করতেন করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *