প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনের দুই শিশুসন্তানের নামাজ পড়ার দৃশ্য সোস্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
রাজধানীর ধানমণ্ডির দখিন হাওয়া ফ্ল্যাটে নিশাত হুমায়ূন ও নিনিত হুমায়ূনের নামাজ পড়ার দৃশ্য “বিরাজ সত্য সুন্দর” এই ক্যাপশনে শাওনের ভেরিফায়েড ফেসবুক পেজে গত ৫ এপ্রিল পোস্ট করেন শাওন। হুমায়ুন তনয়দের নামাজ পড়ার দুটি দৃশ্য মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার লাইক পড়েছে পোস্টটিতে।
নিশাত ও নিনিতের মাঝখানে আরও এক শিশুকে নামাজ পড়তে দেখা গেছে। তার নাম অন্বয় বলে কমেন্ট বক্সে জানিয়েছেন শাওন।
নিশাত ও নাম নিতের নামাজ পড়ার দৃশ্য দেখে ফেসবুকে সবাই প্রশংসা করেছেন
আবিদ আজম লিখেছেন, “আহা, সেরা দৃশ্য।” লুৎফর রহমান নামের একজন লিখেছেন, “খুব মনোযোগ দিয়ে মহান সৃষ্টিকর্তার নিকট নিজেকে সোপর্দ করেছেন বাপজানরা। এটিই হচ্ছে একজন সফল বাবা-মায়ের শ্রেষ্ঠ প্রাপ্তি। আল্লাহ এই নিষ্পাপ বাচ্চাদের দিকে তাকিয়ে আমাদের ক্ষমা কর।”
