সরাসরি নয়, এবার সব বোর্ডের এসএসসির রেজাল্ট হবে অনলাইনে

আগের মতো পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হবেনা এবছরের এসএসসি পরীক্ষার ফলাফল। রেজাল্ট আনতে স্কুল/মাদ্রাসায় গিয়ে যাতে আগের মতো জমায়েত হতে না হয় এবং করোনার বিস্তার রোধে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক। শিক্ষা বোর্ডসমূহ তাদের নিজ নিজ ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশ করবে। সেখান থেকেই ছাত্র-ছাত্রীরা যার যার রেজাল্ট দেখে নিতে পারবে। তবে কেউ যদি মোবাইল নাম্বার দিয়ে প্রি-রেজিষ্ট্রেশন করে থাকে তবে সে মোবাইলেও ফলাফল পাঠিয়ে দেওয়া হবে।

প্রি রেজিষ্ট্রেশন পদ্ধতি হলোঃ

SSC (space)BOARD NAME (first 3 letter) (space) ROLL(space) YEAR টাইপ করে 16222 নম্বরে সেন্ড করতে হবে।

অভিভাবকের মোবাইল নম্বরে পাঠানোর প্রথম উদ্যোগ নেয় যশোর শিক্ষা বোর্ড। এ লক্ষ্যে ৫ এপ্রিল জরুরি বিজ্ঞপ্তিও প্রকাশ করে তারা। ওই বিজ্ঞপ্তিতে আগামী ৩০ এপ্রিলের মধ্যে ফলপ্রত্যাশীদের মোবাইল নম্বর জমা দেয়া দেয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশ দেয়া হয়। করোনা ভাই’রাসের প্রভাবে নয়, বরং ফলাফল দ্রুততম সময়ে পৌঁছে দিতে ও ভোগা’ন্তি কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক।

এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল দেখার জন্য অফিসিয়াল ওয়েবসাইটসমূহঃ

  1. www.educationboardresult.gov.bd
  2. www.eboardresults.com
  3. www.barisalboard.gov.bd
  4. www.comillaboard.portal.gov.bd
  5. www.dhakaeducationboard.gov.bd
  6. www.jessoreboard.gov.bd
  7. www.mymensingheducationboard.gov.bd
  8. www.rajshahieducationboard.gov.bd
  9. www.sylhetboard.gov.bd
  10. www.dinajpureducationboard.gov.bd
  11. www.bteb.gov.bd
  12. www.bmeb.gov.bd

ওয়েবসাইট থেকে যেভাবে পাবেন রেজাল্ট ও মার্কশীটঃঃ

সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট লগিং করে নিচের ডায়ালগ বক্সটি পাবেন। সংশ্লিষ্টঘরগুলো পুরণ করে ফলাফল পাবেন।

One thought on “সরাসরি নয়, এবার সব বোর্ডের এসএসসির রেজাল্ট হবে অনলাইনে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *