৩১ মে এসএসসির রেজাল্ট

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩১ জানুয়ারী রোজ রবিবার সকাল ১০.০০ টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ও পরিসংখ্যান প্রকাশ করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব কাজী নিশাত রসুল স্বাক্ষরিত ২১ মে প্রকাশিত বিজ্ঞপ্তি মারফত এ কথা জানা যায়।

উল্লেখ্য যে মে মাসের প্রথম সপ্তাহে এসএসসির রেজাল্ট প্রকাশের ঐতিহ্য থাকলেও করোনা পরিস্থিতির কারণে এবছর তাতে বিঘ্নতা ঘটে। অতীতের ন্যায় এবছর শিক্ষা প্রতিষ্ঠান বা কেন্দ্রে ফলাফল দেওয়া হবেনা। করোনা ভাইরাস থেকে নিরাপদ রাখতে জমায়েত ঠেকাতে অনলাইনেই কেবল এবছর ফলাফল প্রকাশ করা হবে।

SSC-2020 ফলাফল এর প্রি-রেজিস্ট্রেশনের মাধ্যমে সরাসরি আপনার মোবাইলে ফলাফল পেতে নাম্বার থেকে এখনি টাইপ করুনঃ
SSC<>Board Name<>Roll<>Year
আর পাঠিয়ে দিন 16222 নাম্বার এ।

এছাড়াও ওয়েবসাইটে লগিং করে এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল দেখাতে পারেন। বোর্ডসমূহের অফিসিয়াল ওয়েবসাইটসমূহঃ

  1. www.educationboardresult.gov.bd
  2. www.eboardresults.com
  3. www.barisalboard.gov.bd
  4. www.comillaboard.portal.gov.bd
    5.www.dhakaeducationboard.gov.bd
  5. www.jessoreboard.gov.bd
    7.www.mymensingheducationboard.gov.bd
    8.www.rajshahieducationboard.gov.bd
  6. www.sylhetboard.gov.bd
    10.www.dinajpureducationboard.gov.bd
  7. www.bteb.gov.bd
  8. www.bmeb.gov.bd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *