ভাইরাস বোশেখ

ভাইরাস বোশেখ
আল মাকসুদ

তোমার আকাশে আমি নেই; অথচ দিব্যি রয়েছো আমার আকাশে তুমি!
বোধের দোলাচলে স্বপ্নোত্থিত দোয়েল শিস দ্যায়…
বোশেখের বাতাসে যদি উড়তো তোমার শাড়ির আঁচল!
মেঘ মেঘ মধ্যাহ্নে একটি তালপাখার আলপনায় প্রসূতি বেদনা আজ…
ভাইরাস বৈশাখে জবুথবু গৃহী-সন্ন্যাসী পাথর-চোখে দ্যাখে জানলার গ্রিল…

সুখের সলতে পুড়ে গেছে হৃদয়ের আগুনে,
অরণ্যের বাতাস সজীব সতেজ ভোরের অরুণ!
অরুচি ধরে গেছে, নিজেরই ওপর
মিথ্যের গলিতে গলিত শিলা
একটি সত্যের শুদ্ধ জলধারা চায়;

বোশেখের বাতাসে বাতাসার গন্ধ উধাও
মাটির তৈজস ঘুমিয়েছে
কুমোর পাড়া গেছে শ্মশানে!

তবুও,- তুমি এলে বলো,
আমি আছি এখানেই…
কথা হবে সামাজিক দূরত্ব মেনেই;
ভয় নেই করোনার…ভাইরাস বোশেখ হোক পরাভূত…
তোমার চোখের তারায়।

স্বাগতম ১৪২৭ বঙ্গাব্দ!

১ বৈশাখ ১৪২৭
১৪ এপ্রিল ২০২০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *