বর্ষার চিঠি
বর্ষার চিঠি এসেছে আজ
কালো মেঘের ভেলায়,
রিমঝিম বৃষ্টির মধুর সুরে
মন মেতেছে খেলায়।
উদাস দুপুরে অঝোর ধারায়
হৃদয় হয়েছে ব্যাকুল,
মিষ্টি ছন্দের বর্ষণে আজ
ভাসছে নদীর কূল।
উচ্চশব্দে ডাকছে আকাশ
ডাকছে বুঝি আমায়,
স্বচ্ছ আকাশের ঐ কালোমেঘ
আমায় নিমন্ত্রণ জানায়।
উদাসী ময়ূর, ময়ূরীর টানে
মেলেছে তার পেখম,
একলা ঘরে বৃষ্টি প্রেমে
মেতেছে আমার কলম।
📝 জাহেদুল ইসলাম
শিলখালী, পেকুয়া,কক্সবাজার।
