কভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন জনপ্রিয় মার্কিন গায়ক ও গীতিকার অ্যাডাম শেলিসিংগারের(৫২)। অ্যাডাম শেলিসিংগার রক ব্যান্ড ফাউন্টেইন অব ওয়েইনের সহপ্রতিষ্ঠাতা। গ্র্যামিজয়ী এ সঙ্গীততারকা অস্কার পুরস্কারের জন্যেও মনোনয়ন পেয়েছিলেন।
রক ব্যান্ড ফাউন্টেইন অব ওয়েইনের অ্যাটর্নি এক বিবৃতিতে জানান, করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অ্যাডাম। তবে গত কয়েকদিনে তার অবস্থার উন্নতিও হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি অ্যাডামকে।
করোনায় জনপ্রিয় মার্কিন গায়ক অ্যাডাম শেলিসিংগারের মৃত্য।
