বাঙালি সুন্দরী তরুণী ভাষা মুখোপাধ্যায় গত বছর চিকিৎসা পেশা ছেড়ে নাম লিখিয়েছিলেন ‘মিস ইংল্যান্ড’ প্রতিযোগিতায়। ওই প্রতিযোগিতার সেরার মুকুটটি মাথায় চড়েছিল তারই। তারপর মডেলিংয়ে ব্যস্ত সময় কাটতে থাকে ভাষার। কিন্তু বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের দাপটে দুনিয়া যখন কাঁপছে তখন বিবেকের তাড়নায় ফিরে আসেন পুরনো পেশায়। নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক করা এই রূপসীকে এখন থেকে আবারও দেখা যাবে চিকিৎসক রূপে। বিউটি কুইনের ক্রাউন খুলে রেখে, হাতে তুলে নিচ্ছেন স্টেথোস্কোপ।
প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভাষা মুখোপাধ্যায় বলেন, “মিস ইংল্যান্ড শিরোপা নিয়ে এই সময় আমার ইংল্যান্ডের পাশে থাকাই সবচেয়ে জরুরি। একজন ডাক্তার হিসেবে আমার এখন পিলগ্রিম হাসপাতালে কাজ করা উচিত। আমি আমার সহকর্মীদের কাছে ওই অঞ্চলের খবর নিয়মিত শুনছি। যত তাড়াতাড়ি সম্ভব, কাজে যোগ দিতে চাই।”
